হার্ট অ্যাটাকের অন্যতম ৫টি লক্ষণ

হার্ট অ্যাটাক



 বেশির ভাগ ক্ষেত্রেই হার্ট অ্যাটাক হালকা ব্যথা বা অস্বস্তি থেকে শুরু হয়। তবে মাঝে মধ্যে হার্ট অ্যাটাক হয় আকস্মিক ও তীব্র। মূলত ছোট ছোট উপসর্গগুলো ধীরে ধীরে একসময়ে প্রাণঘাতী হয়ে হাজির হয়। প্রাথমিকভাবে বিষয়টি অনুধাবন করতে না পারায় এমনটি হয়। বেশির ভাগ ক্ষেত্রেই চিকিৎসকেরা বলে থাকেন, আরেকটু আগে এলেই বাঁচানো যেত। এ সমস্যা থেকে বাঁচতে হলে এখানে উল্লেখিত হার্ট অ্যাটাকের পাঁচটি পূর্ব লক্ষণ সতর্ক হওয়া প্রয়োজন।

বুকে অস্বস্তি বা ব্যথা

বুক ব্যথা বা ধড়ফড় করা, অস্বস্তি কিংবা প্রচণ্ড চাপ বোধ হওয়া হার্ট অ্যাটাকের অন্যতম উপসর্গ। একটানা কয়েক মিনিট এ ধরনের অনুভূতি হওয়া বা কিছুণ পর পর তা অনুভূত হতে পারে।

শরীরের ওপরের অংশে অস্বস্তি: এক বা দুই হাত, পিঠ, ঘাড়, চোয়াল বা পাকস্থলীতে ব্যথা বা অস্বস্তি অনুভূত হতে পারে।

অবসাদগ্রস্ততা ও স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে সমস্যা : স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে ও ছাড়তে কষ্ট হতে পারে। শরীর অবসাদে ভেঙে পড়তে পারে। বুকের মধ্যে অস্বস্তি বোধ হোক বা না হোক, শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিক হলে সতর্ক হতে হবে।

অতিরিক্ত ঘাম : ব্যায়াম বা পরিশ্রম ছাড়াই অতিরিক্ত ঘাম হতে পারে।

অন্য উপসর্গ : বদহজম, অরুচি, বমি বমি ভাব বা বমি হওয়া ও মাথা হালকা বোধ করা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Scientific Calculator and it's Use | সাইন্টিফিক ক‍্যালকুলেটর ও এর ব্যবহার।

পর্নোগ্রাফির আসক্ত ব‍্যক্তি সম্পর্কে কিছু তত্ত এবং এর থেকে মুক্তির উপায়।

এমপক্স বা মাঙ্কিপক্স ! লক্ষণ ও উপসর্গ ! Monky Pox